রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
ভয়েস ফঅব বরিশাল ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ১৮৬ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৯০ জন। তবে এই সময়ে কেউ সুস্থ হননি।
বুধবার (৬মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৬ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরও ৭৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার একজনের মৃত্যু হয় এবং সুস্থ হন ১৯৩ জন। আর শনাক্ত হয়েছে ৭৮৬ জন। গতকালকের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে শনাক্তের সংখ্যা আজকেই সর্বোচ্চ। এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৭৮৬।
এর আগের দিন সোমবার মারা যান ৫ জন এবং সুস্থ হন ১৪৭ জন। এছাড়া গত রবিবার মারা যান ২ জন, সুস্থ হন ১০৬৩ জন; গত শনিবার মারা যান ৫ জন, সুস্থ হন ৩ জন এবং গত শুক্রবার মারা যান ২ জন এবং সুস্থ হয় বাড়ি যান ১৪ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এর পর থেকে বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে মৃতের তুলনায় অনেক বেশি হারে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন।
Leave a Reply