সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
এইচ, এম হেলাল॥ বরিশাল নগরীর অলিগলি ঘুরে জুতো-ছাতা মেরামতের কাজ করেন তাঁরা। বিয়ে বাড়িতে ব্যান্ড বা বিভিন্ন পুজোয় ঢাকও বাজান। কিন্তু লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে আয় রোজগার । ফলে পেটে টান পড়েছে নগরীর ১৫৭ পরিবারের ।
নগরীর লঞ্চঘাট,হাসপাতাল রোড,নতুন বাজার, নথুল্লাবাদ, কাশিপুর বাজার, ভাটিখানা, রুপাতলীসব বিভিন্ন এলাকার বাসিন্দা হলেও পেশার তাগিদে থাকেন নগরজুড়ে।
অভিযোগ রয়েছে , মেলেনি কোনও সরকারি সাহায্যও। নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা স্বপনবাবু বলেন, বিসিসির পক্ষ থেকে কিছু সাহায্য দিয়েছিল বেশ কিছু দিন আগে। এরপর আর কিছুই মেলেনি।
নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জুতো, ছাতা সারাই করে দিনে ৩০০/৪৫০ টাকা পর্যন্ত আয় করে নিজেদের জীবিকা নির্বাহ করেন এঁরা। বিয়ের মৌসমে কিছু বেশি আয় রোজগারের পথ থাকত।
কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই এঁদের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ। বাতিল হচ্ছে বিয়ে বাড়ি, পুজোর বায়না একের পর এক অনুষ্টান। লকডাউন চলায় বাড়ির বাইরে বেরিয়ে জুতো সেলাই, পালিশ কিংবা ছাতা মেরামত করতে পারছেন না তাঁরা।
অপর দিকে যতটুকু সাহায্য মিলেছে তা পরিবারে সদস্য বেশি থাকায় খাদ্যসামগ্রী শেষ হবার পথে। নিজ এলাকায় সে ভাবে কোনও সাহায্যও পাচ্ছেন না।
বিজয় দাস, গবিন্ধ বলেন, ‘‘যেটুকু জমানো টাকা ছিল, সব শেষ। পরিবার নিয়ে খুব সমস্যায় রয়েছি।
এদিকে বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বলছে ‘‘আমরা বহু মানুষকে ত্রাণ দিচ্ছি। যদি কেউ সমস্যায় থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয় পাশে দাড়াব। যাঁরা অভুক্ত রয়েছেন, সমস্যায় রয়েছেন তাঁরা আমাদের অফিসে এলে তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে।
Leave a Reply