বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : প্রায় ১১ বছর ধরে ভারতে কারাবন্দি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দুই আসামি মোরসালিন ও মুত্তাকিন। দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলায় সম্পৃক্ত এই দুই জঙ্গি ভারতে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নেয়া মোরসালিন ও মুত্তাকিনকে দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত দুই জঙ্গি আনিসুল ইসলাম মোরসালিন ও মুহিবুল ইসলাম মুত্তাকিন। ফরিদপুরের এই দুই ভাই মাত্র ১৪ বছর বয়সে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ফরিদপুর, যশোর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে অস্ত্রের প্রশিক্ষণ নেয় তারা।
২০০৬ সালের ২৬ ফেব্র“য়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পিস্তল, বিস্ফোরক ও জাল মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া এই দুই যমজ ভাইকে এখনও ফিরিয়ে আনতে পারেনি সরকার। বর্তমানে তারা তিহার জেলে রয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দান, ১৪ এপ্রিল রমনা বটমূল, ১৬ জুন নারায়ণগঞ্জে, ২০০৪ সালের ২১ মে সিলেটে, পরের বছরের ২৭ জানুয়ারি হবিগঞ্জে ৫টি অনুষ্ঠনে বোমা ও গ্রেনেড হামলার সাথেও জড়িত মোরসালিন এবং মুত্তাকিন।
পাকিস্তান ও আফগানিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামি, লস্কর-ই-তৈয়বা ও জয়শ-ই-মোহাম্মদ’র হয়ে বাংলাদেশ ও ভারতে কাজ করা এই দুই জঙ্গি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। দেশটির গোয়েন্দা সংস্থা- আইএসআই’র তত্ত্বাবধানে ২০০৫ সালের ২৩ আগস্ট পাকিস্তানে গিয়ে ৩০ দিনের প্রশিক্ষণ নেয় তারা।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার জানান, ২০০৮ সালে তাদের ঢাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত অন্য পলাতকদেরও দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক।
Leave a Reply