শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে বরগুনার আমতলী সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জিএম হান্নান গাজীকে (৩২) মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত হান্নানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডে।স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী সদর ইউনিয়নের যুবলীগ সভাপতি জিএম হান্নান সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুর পক্ষ নেন। অপর আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানের সমর্থন করেন আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা। এ নির্বাচনে গোলাম ছরোয়ার ফোরকান জয়লাভ করেন এবং সামসুদ্দিন আহম্মেদ ছজু পরাজিত হয়।
হান্নান ছজুর সমর্থন করায় ক্ষিপ্ত হয় ফোরকানের সমর্থক মিঠু মৃধা। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হান্নান ফকিরবাড়ী স্ট্যান্ডে চা পান করছিল। এ সময় উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধার নেতৃত্বে হানিফ প্যাদা, নয়ন মল্লিক, রুবেল, সুমন, মামুন, সুলতানসহ ১৪/১৫ জনে হান্নানকে ধরে বেধরক মারধর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেলে মিঠু মৃধা ও তার লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ হান্নানকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জিএম হান্নান গাজী বলেন, মিঠু মৃধার নেতৃত্বে হানিফ প্যাদা, নয়ন মল্লিক, রুবেল, সুমন, মামুন ও সুলতানসহ ১৪/১৫ জনের একটি বাহিনী আমাকে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।জাহিদুল ইসলাম মিঠু মৃধা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে একটি ঘটনা সাজিয়ে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, আহত হান্নানের বাম চোঁখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহৃ রয়েছে।আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply