রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার (মাসুদ রানা): পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি তালুকদার হত্যার ঘটনায় পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।মঙ্গলবার বিকেলে শহীদ মিনার পাদদেশে পৌর আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বেসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস,
সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজ, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকসুদা আক্তার বেবী, সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী প্রমুখ।বক্তারা দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ প্রার্থীসহ নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার ও গ্রেফতারের দাবি করে সব ষড়যন্ত্র প্রতিহত করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যার প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
Leave a Reply