সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ জ্বালানী এল.পি গ্যাস গৃহস্থলীর রান্নর কাজে ব্যবহৃত সিলিন্ডারে খোদায় করা টেস্ট ডেট হইতে ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তাহা খুচরা বিক্রিতাদের কাছ থেকে ক্রয় করার জন্য আহবান জানিয়েছে বরিশাল এল.পি গ্যাস পরিবেশক সমিতি।
আজ দুপুরে নগরীর সিএন্ডবি সড়কস্থ সমিতির কার্যালয়ে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভায় সমিতির সভাপতি খন্দার সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক মীর মাহফুজুর রহমান।
এসময় তারা অবহিত করে বলেন খুচরা বিক্রিতা হতে ক্রেতার রান্না ঘড় পর্যন্ত নিরাপদে বহন করা সহ নিয়মিত রেগুলেটর পাইপ ও চুলা সঠিক কার্যকর আছে কিনা তা পরিক্ষা করার আহবান জানান।
সেই সাথে রান্ন ঘড়ে বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান। এছাড়া চুলা জালাবার পূর্বে দড়জা জানালা খুলে দেবার পর চুলা জালাবার জন্য সকল গ্যাস চুলা ব্যবহারকারীদের প্রতি আহবান জানিয়েছেন পরিবেশক সমিতি।
অন্যদিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার সব সময় খাড়াভাবে রাখার পাশাপাশি কখনো উপুর বা কাত করে না রাখার জন্য বরিশাল বাশীর প্রতি আহবান জানান।
Leave a Reply