শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ময়মনসিংহে এক মেডিকেল কলেজ ছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলাম (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলাম নান্দাইল উপজেলার শিবনগর গ্রামের খাইরুল আলমের ছেলে। ভিকটিম ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ছাত্রীর সাথে প্রতারণা করার উদ্দেশ্যে মোহাইমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে Shoriful Alom নামক একটি ফেইক ফেইজবুক আইডি খুলে।
পরে প্রতারকের ফেইক আইডি থেকে ভিকটিমের ফেসবুক আইডিতে অশ্লীল পোস্ট করে। অশ্লীল ছবি পোষ্ট করার পর ভিকটিম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। থানায় সাধারণ ডায়েরি দায়ের করার পর কিছুদিন তাহাকে বিরক্ত করা হতে বিরত থাকে।
এর কিছুদিন পর ভিকটিম বাবার বাড়িতে অবস্থান করার সময় প্রতারকের আইডি থেকে ম্যাসেঞ্জারে নগ্ন ছবি পাঠিয়ে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তার নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। হুমকির এক পর্যায়ে পাঁচ হাজার টাকার মধ্যে ১,৬৭০ বিকাশে পাঠায় ভিকটিম। বাকি টাকা পরবর্তীতে পাঠানোর কথা বলে।
পরে বিষয়টি ডিবি পুলিশকে জানালে, শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে নগরীর বাঘমারা মোড় থেকে আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মোহাইমিনুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply