শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূনি গ্রামের জয়নাল খানের ছেলে মোঃ ওসমান খান ( ০৬ জুলাই) দিবাগত রাতে নিজ বাড়ীতে স্ত্রী রোজিনাকে এ্যালোপাথারী পিটিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে। আহতকে রাত অনুমান সারে দশটার দিকে এলকাবাসী উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভির্ত করে।
রনগোপালদী ইউপি চেয়ারম্যান এটিএম নাসির সিকদার ঘটনার খবর পেয়ে প্রতিবেশী তোফায়েলের মাধ্যমে রোজিনাকে চিকিৎসা সেবার দায়বার দিয়ে থাকে। উল্লেখ্য বাউফল উপজেলার কালিসুরী গ্রামের বাসিন্দা দুলাল সিকদারের মেয়ে রোজিনা ঢাকার ওয়ারী এলাকার একটি বে-সরকারী বিদ্যালয়ে গেইট কিপারের চাকুরী করে। ১৭/১৮ বছর পূর্বে ওসমানের সাথে বিয়ে হয় রোজিনার। বিবাহীত জীবনে রোজিনার কোলজুড়ে আসে একপুত্র সন্তান ইউসুপ(৯)এবং আছিয়া বেগম বয়স এখন আড়াই বছর। স্ত্রী রোজিনা চাকরীর জন্য ওয়ারী থাকলেও স্বামী ওসমান থাবে সাভারে। স্ত্রী রোজিনার অভিযোগ আমি বাসায় না থাকার সুযোগে তার স্বামী ওসমান তাসলিমা মানের এক মেয়ের পরকিয়ায় পরে। এরই মধ্যে তাসলিমার স্বামী মারা গেলে আমারে তালাক দিয়া
তাসলিমাকে বিয়ে করবে বলে,বাসা থেকে কিছুদিন পূর্বে রোজিনার দুই সন্তানকে নিয়ে পালিয়ে গ্রামের বাড়ীতে চলে আসে। খবর পেয়ে রোজিনা তার সন্তানদের ফিরিয়ে নিতে আসলে ওসমান রোজিনাকে এ্যালোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
বিষয়টি দশমিনা থানা পুলিশ যানতে পেরে এস আই জামান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমান সাপেক্ষে রোজিনার স্বশুর জয়নাল খানকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
Leave a Reply