মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা, তার স্ত্রী ও দুই মেয়েসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে তারা করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন।
সংসদ সদস্যের পিএস মো. আলমগীর হোসেন জানান, তারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এ ব্যাপারে জানতে এমপি শাহজাদার ব্যাক্তিগত মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে বুধবার তার নিজস্ব ফেসবুক আইডিতে তিনি ও তার পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেশবাসীর দোয়া কামনা করেছেন।
Leave a Reply