সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
ছবিতে সৈয়দ আশিক রহমান, নির্মাতা গোলাম সোহরাব দোদুল, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’ চলচ্চিত্রে অভিনয় করবেন এই দুই তারকা। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নন্দিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আরটিভি কার্যালয়ে শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে চলচ্চিত্রটির চুক্তি স্বাক্ষর হয়। এসময় বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তি সাক্ষর করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।
এছাড়া নির্মাতা গোলাম সোহরাব দোদুল, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম চলচ্চিত্রটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপক মোহাম্মদ আবু নাসিম প্রমুখ।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, গোলাম সোহরাব দোদুল বাংলাদেশের একজন গুণী পরিচালক। তার হাতে নির্মিত হবে ‘সাপলুডু’। আর আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনয় নৈপুণ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। সব মিলিয়ে আমরা ভালো একটা ছবি দেখার অপেক্ষায়।’
‘সাপলুডু’সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শুভ-মিম
‘সাপলুডু’চলচ্চিত্রের পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, ‘অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি হবে এটি। অভিনয়শিল্পীর তালিকায়ও রয়েছে চমক। তারকাবহুল ছবি হবে ‘সাপলুডু’। দেশের মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে।
Leave a Reply