রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় একজন ও শুক্রবার ভোররাতে আরেক মুক্তিযোদ্ধা্ মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় যে নারী মারা গেছেন তার বয়স ছিল ২২ বছর। আর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামে। মৃতের স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনেছেন।
তারা বলছেন, ২০১৮ সালে ওই গৃহবধূ সন্তান প্রসব করেন। এরপর থেকে তিনি খিচুনি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হন। গত ৯ মে শ্বাসকষ্ট ও খিচুনি বেড়ে গেলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগ থেকে উপসর্গগুলো ভালোভাবে না শুনে চিকিৎসার জন্য তাকে করোনা ইউনিটে পাঠানো হয়। ১০ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও মেডিসিন বা প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর না করে ওই গৃহবধূকে করোনা ইউনিটে রাখা হয়। সেখানে তাকে সঠিক চিকিৎসাও দেয়া হয়নি।
ওদিকে যে মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তার বয়স ছিল ৭৫ বছর। বরগুনা জেলার বামনা উপজেলার বড় ভাইজোড়া গ্রামের বাসিন্দা ওই মুক্তিযোদ্ধা।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, ওই মুক্তিযোদ্ধা জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ১৪ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বৃহস্পতিবার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। কিন্তু এর আগেই বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। শুক্রবার ভোররাতে তার মৃত্যুবরণ করেন। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।
Leave a Reply