সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল হালিম এর নেতৃত্বে বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা ৪টা পর্যন্ত কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান তিনি। এ সময় বেশকিছু জাল জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। তবে কিছু মা ইলিশ জব্দ করা হয়। যা নগরীর ক্যাথলিক ডায়োসিস ও অপরাজেয় বাংলা নামক দুটি এতিমখানায় দিয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ অন্যান্যরা।
কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম বলেন, মা ইলিশ রক্ষায় তাদের পক্ষ থেকেও অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইলিশ আমাদের দেশের সম্পদ। আর এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই নিষেধাজ্ঞাকালীন সময়ে পুলিশের অভিযান চলবে।
Leave a Reply