বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের প্রায় দেড় কোটি টাকার মালপত্র আত্মসাতের দায়ে দুই প্রকৌশলীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশালের আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। বরিশাল বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মেহেদি আল মামুন মঙ্গলবার এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডিত দুই কর্মকর্তা হলেন- পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) খুলনা সার্কেলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী লক্ষ্মী নারায়ণ ভূঁইয়া ও বরিশাল গ্রিড স্টেশনের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী মো. হানিফ গাজী।
মামলার আরেক আসামি খুলনা পিসিজির তৎকালীন নিরাপত্তা পরিদর্শক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম নুরুউদ্দিন জানান, রায় ঘোষণার সময় ওই দুই প্রকৌশলী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বরিশাল গ্রিড স্টেশনের নির্বাহী প্রকৌশলী ছিলেন লক্ষ্মী নারায়ণ ভূঁইয়া, হানিফ গাজী ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী। ওই সময় ভাণ্ডারিয়া গ্রিড উপকেন্দ্র থেকে কচা নদীর পূর্ব পয়েন্ট পর্যন্ত পরিত্যক্ত সঞ্চালন লাইনের ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার মালপত্র আত্মসাৎ করেন তারা।
এ ঘটনায় বরিশাল দুদকের উপপরিচালক মতিউর রহমান ২০১৭ সালের ২০ আগস্ট মামলাটি করেন। ২০১৮ সালের ২১ জানুয়ারি একই কর্মকর্তা মামলার অভিযোগপত্র দেন।
Leave a Reply