রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৫০ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৭৪ জন। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে মারা গেছেন সাতজন। আগে মারা যাওয়া একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যান তিনজন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ১৫০ জন। এর মধ্যে বরিশালে ৫৪ জন, পিরোজপুরে ৩১ ও ঝালকাঠিতে ৩৪ জন। এ ছাড়া বরগুনায় ১৭ জন, ভোলায় সাত ও পটুয়াখালীতে সাতজন রোগী শনাক্ত হয়েছেন। নতুন ১৫০ জন রোগী নিয়ে বিভাগে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৮। এ পর্যন্ত বিভাগের করোনায় মারা গেছেন ২৯৯ জন।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। এনিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৫১০ জনের মৃত্যু হলো। এ হাসপাতালে করোনায় মারা গেছেন ২০২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এক সপ্তাহ ধরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় সবাই উদ্বিগ্ন। পিরোজপুরের চারটি পৌর শহর শনিবার লকডাউন করা হয়েছে।
শ্যামল কৃষ্ণ মণ্ডল আরো বলেন, সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।
Leave a Reply