সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জয়ের পর বিজয় উদযাপন করতে ফরচুন বরিশাল দল ট্রফি নিয়ে নিজেদের শহর বরিশালে এসেছে। আজ দুপুরে বরিশাল বিমানবন্দরে পৌঁছানোর পর বিকেলে নগরের বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দলটি।
দলের আগমনের আগে থেকেই বেলস পার্কে হাজারো দর্শকের ভিড় জমে যায়। প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখার জন্য নানা বয়সী ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিলেন। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ফরচুন বরিশাল দল দুটি লাল গাড়িতে বিকেল ৪টায় নগরের প্রধান সড়ক হয়ে বেলস পার্কে পৌঁছায়।
বিকেল সোয়া ৪টার দিকে তামিম ইকবালের নেতৃত্বাধীন পুরো বরিশাল দল মঞ্চে ওঠে। তাদের দেখে উপস্থিত সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসে ভাসিয়ে দেন বেলস পার্ককে। দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সমর্থকরা।
কলেজ শিক্ষার্থী মঈন বলেন, “বিপিএলের এই শিরোপা আমাদের জন্য বড় প্রেরণা। বরিশাল যে পারে, সেটাই তারা প্রমাণ করেছে। আমরা চাই সামনেও তারা আরও বড় সাফল্য বয়ে আনুক।” আরেক দর্শক, শিক্ষার্থী সোহরাব হোসেন বলেন, “তামিম ভাইদের এক নজর দেখার জন্য এসেছি। তারা আমাদের শহরের গর্ব। বরিশালবাসীর জন্য সুখবর বয়ে আনায় ফরচুন বরিশালের প্রতি আমরা কৃতজ্ঞ।”
বরিশাল বিমানবন্দরে পৌঁছানোর পর ফরচুন বরিশাল দল প্রথমে ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমানের প্রতিষ্ঠান পরিদর্শন করে এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেয়। এরপরই তারা সংবর্ধনার জন্য বেলস পার্কের দিকে রওনা হয়।
বেলস পার্কের এই সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। পুরো পার্কজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর একাধিক দল টহল দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএল শিরোপা উদযাপনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
বরিশালের ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এই শিরোপা বরিশালের ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে বরিশাল ক্রিকেটের সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা।
Leave a Reply