মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জের কেদারপুরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় মধ্য ভূতেরদিয়া বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন, সহ সভাপতি মান্নান হাওলাদার, শাহিনুর রহমান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,
শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমীর হোসেন মৃধা, নৌকা প্রতীকের প্রার্থী নুরে আলম বেপারি, ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়াসহ ইউনিয়ন, ওয়ার্ড ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দলের মধ্যে কেউ বেইমানি না করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র , প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত।
তাই বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরে আলম বেপারিকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে নির্বাচনী বৈতরণী পার করতে হবে। যারা মনোনয়ন চেয়ে পায়নি তাদের হয়তো মনে কষ্ট রয়েছে। তাদের নৌকা প্রতীকের খাতিরে হলেও কষ্ট ঝড়ে ফেলতে হবে।
মনে রাখবেন বাংদেশে ২০ হাজার নেতা আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে মাত্র ৩০০ জন মনোনয়ন পায়। তাই বলে বাকি ১৯ হাজার ৭০০ নেতা আওয়ামীলীগ ছেড়ে যায় না। যারা এখনও অভিমান করে আছেন তারা ফিরে আসুন।
নৌকা হেরে গেলে শুধু প্রার্থী হারবে না গোটা আওয়ামীলীগ হেরে যাবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে ১১ এপ্রিল নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করি। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।
Leave a Reply