শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দুর্বৃত্তদের হাতুড়িপেটায় সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঝালকাঠির শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার (৫৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে মোটরসাইকেলে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে সলিয়াবাকপুর কমিউনিটি ক্লিনিকের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
এই হামলায় নুরুল ইসলাম তালুকদারের বাম পা ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। শাহ্ মাহমুদিয়া কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা হামলাকারীদের তাৎক্ষণিক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কলেজের এক শিক্ষার্থী বলেন, “স্যার একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক। তাঁকে এভাবে আক্রমণ করা সমাজের জন্য কলঙ্ক।”
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই হামলাকে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, “আহত ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তবে পুলিশ ঘটনার সঠিক কারণ ও দোষীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হামলাকারীদের বিরুদ্ধে বিচার চেয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন।
এই ঘটনায় উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নুরুল ইসলাম তালুকদারের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক, তবে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন।
Leave a Reply