শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জে তরমুজ ক্ষেতে চুরি বন্ধ করতে গিয়ে স্থানীয় বখাটে যুবকদের হামলায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায়। কুদ্দুস হাওলাদার ছিলেন স্থানীয় আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার মামাতো ভাই মো. মজিবুর রহমান জানান, কুদ্দুস তার জমিতে তরমুজ চাষ করেছিলেন। কিছু স্থানীয় বখাটে তার ক্ষেত থেকে তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল এবং চাঁদা দাবি করছিল। কুদ্দুস যখন এতে বাধা দেন, তখন তারা তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে।
বাকেরগঞ্জ থানার চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, কুদ্দুস হাওলাদার বর্গা নেওয়া জমিতে তরমুজ চাষ করছিলেন। গত কয়েকদিন ধরে চরাদি এলাকার কিছু যুবক তার ক্ষেত থেকে তরমুজ চুরি করছিল। ঘটনার দিন দুপুরে কুদ্দুস তাদের বাধা দিলে তারা তাকে রেইনট্রি গাছের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।
স্থানীয়রা আহত কুদ্দুসকে উদ্ধার করে প্রথমে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখান থেকে তার অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
এসআই এনামুল হক বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা তদন্ত শুরু করেছি এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।”
কুদ্দুস হাওলাদারের মেয়ে সাদিয়া তার বাবা হত্যার বিচার দাবি করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় বখাটে যুবকদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে। তারা প্রশাসনের কাছ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply