বাংলাদেশীদের জন্য চিকিৎসা ভিসায় চীনের ‘গ্রিন চ্যানেল’ চালু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বাংলাদেশীদের জন্য চিকিৎসা ভিসায় চীনের ‘গ্রিন চ্যানেল’ চালু

বাংলাদেশীদের জন্য চিকিৎসা ভিসায় চীনের ‘গ্রিন চ্যানেল’ চালু




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশি নাগরিকদের জন্য চীনে চিকিৎসা গ্রহণ আরও সহজ করতে ‘গ্রিন চ্যানেল’ নামে বিশেষ ভিসা সুবিধা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই নতুন উদ্যোগের ফলে এখন বাংলাদেশের রোগীরা আগের তুলনায় অনেক দ্রুত এবং কম জটিলতায় চীনে চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন।

রোববার দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই সুবিধা মূলত বিখ্যাত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় হওয়া স্বাস্থ্যখাত-সংক্রান্ত আলোচনা থেকে এসেছে। সফরকালে বাংলাদেশ ও চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতা এবং স্বাস্থ্যকর্মী বিনিময় নিয়ে একমত হন।

‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থার আওতায় চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করা হয়েছে। এখন আর আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সার্টিফিকেট জমা দিতে হবে না। বরং নির্ধারিত কিছু বাংলাদেশি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ব্যাংক ডিপোজিট এবং আত্মীয়তার গ্যারান্টিপত্র দিলেই আবেদন গ্রহণযোগ্য হবে।

অনলাইনে ভিসা আবেদন জমা দেওয়ার পর তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনার আওতায় আসবে। ঢাকায় অবস্থিত চীনা ভিসা সেন্টারে চালু করা হয়েছে একটি বিশেষ কাউন্টার, যেখানে রোগীরা লাইনে না দাঁড়িয়ে সরাসরি তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। এমনকি জরুরি চিকিৎসা প্রয়োজনে একইদিনেই ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

যেসব রোগীর শারীরিকভাবে ভিসা সেন্টারে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ভিডিও সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্র থাকলেই এই সুবিধা গ্রহণ করা যাবে, যা গুরুতর অসুস্থ রোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা।

চীনা দূতাবাস চিকিৎসা ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হটলাইন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। আগ্রহীরা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রসাদ ট্রেড সেন্টারে অবস্থিত ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি যোগাযোগ করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ চিকিৎসা ভিসা গ্রহণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু স্বাস্থ্যসেবা সহজ করবে না, বরং বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও দৃঢ় ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD