বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
এইচ.এম হেলাল : বরিশাল জজকোর্ট চত্বরে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। হামলার পর সাংবাদিকদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা।
এ বিষয়ে আহত সাংবাদিক নুরুল আমিন রাসেল জানিয়েছেন, মুলাদির একটি মামলার আওয়ামী লীগ নেতা আব্বাসের জামিন শুনানি চলছিল আজ। খবর পেয়ে সোহেল রাঢীসহ তার অনুসারীরা আদালত চত্বরে উপস্থিত হন। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছবি তুলতে গেলে সোহেল রাঢী এবং তার অনুসারীরা ক্যামেরা ভাঙচুর করা হয় এবং তাকে মারধর করে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে বিচারের দাবিতে প্রতিবাদ জানায়। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় সাংবাদিকরা।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী দাবি করেছেন যে, সাংবাদিক এন আমিন রাসেল মুলাদী আওয়ামী লীগ নেতা আব্বাসের লোক এবং তিনি হামলা বা আগুন দেয়ার ঘটনায় জড়িত ছিলেন না।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply