বরিশাল আদালতের প্রধান ফটকে সাংবাদিকের মোটর সাইকেলে আগুন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরিশাল আদালতের প্রধান ফটকে সাংবাদিকের মোটর সাইকেলে আগুন

বরিশাল আদালতের প্রধান ফটকে সাংবাদিকের মোটর সাইকেলে আগুন




বরিশাল ব্যুরো ॥ সংবাদ সংগ্রহ করতে গেলে বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ২ সাংবাদিককে পিটিয়ে আহত করে, মটর সাইকেলে আগুন দিয়েছে ছাত্রদল নেতারা। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে হামলার অভিযোগ ওঠেছে। ঘটনার পর বিচারের দাবীতে সাংবাদিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জজকোর্টে সংবাদ সংগ্রহ শেষে স্থানীয় দৈনিক ভোরের আলো পত্রিকার ফটো সাংবাদিক এন আমিন রাসেল ও দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার রিপোর্টার মনিরুল ইসলামের উপর প্রধান ফটকে এ হামলায় চালায় অভিযুক্তরা। এসময় এন আমিন রাসেলের মটর সাইকেলে আগুন দেয়া হয়। আহতরা জানান, সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে একদর যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে হামলার ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করেন সাংবাদিকরা। এদের অধিকাংশ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পদ-পদবীতে রয়েছে। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

হামলাকারীরা হলেন- বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, বরিশাল মহানহর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও নগরীর ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার মাসুম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও রাজিব আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, সদস্য জুয়েল সহ তাদের সাথে থাকা নাইম, শাওন,জাহিদ ও শাহিন এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।

 

 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, আদালতের প্রধান ফটকে পুলিশের একটি গাড়িকে পথরোধ করে ছাত্রদল নেতারা। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উপর চড়াও হয় ছাত্রদলের সাংবাদিক সম্পাদক সোহেল রাঢ়ী সহ অন্যান্যরা। তারা আব্বাস নামের এক ব্যক্তিকে পুলিশ রক্ষা করেছে এমন দাবী তুলে এবং পুলিশের সাথে তর্কে জড়িয়ে পরে। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদেরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হামলা চালিয়ে তাদের ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে ছাত্রদল নেতারা সেখান থেকে সটকে পরে। এসময় সাংবাদিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের ও সেনাবাহিনীর উর্ধ্বতনরা গ্রেফতারের আশ্বাসস দিলে সাংবাদিকরা সড়ক থেকে উঠে যায়।

 

 

অভিযুক্ত সোহেল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে আব্বাস হাওলাদারকে ফ্যাসিস্ট উল্লেখ করে সাংবাদিকরা ফ্যাসিস্টদের সহযোগি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ করেন। অপরদিকে আব্বাস হাওলাদার জানান, তিনি মুলাদী উপজেলার বাসিন্দা। তার পিতা আঃ রব হাওলাদার মুলাদীর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি থাকায় গত বছর প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা। ঐ মামলার বাদী হিসেবে আব্বাস আদালতে আসলে তাকে মামলা তুলে নেয়ার হুমকি দেয়া হয়। বিষয়টি তিনি পুলিশ প্রশাসন সহ সাংবাদিকদের অবহিত করেন। পরে পুলিশ তাকে নিয়ে প্রধান ফটকে আসলে সোহেল রাঢ়ীর নেতৃত্বে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালানো হয়। তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

 

এদিকে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক নেতৃবৃন্দ। বিএনপি’র বরিশাল মহানগরের সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ ঘটনাস্থল এসে সাংবাদিকদের উপর হামলার দায় বিএনপি নিবে না বলে জানান এবং সাংগঠনিক ব্যবস্থার জন্য সিনিয়র নেতাদের অবহিত করেছেন বলে জানান।

 

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনি সহ উর্ধ্বতনরা ঘটনাস্থলে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। দ্রুত সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে ওসি জানান।

 

প্রসঙ্গতঃ সম্প্রতি বরিশালে প্রকাশ্যে একজনকে হত্যা, টেন্ডারবাজি নিয়ন্ত্রনে সেনা সদস্যকে অপহরণ করে নির্যাতনের ঘটনায় নাম আসে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের। এ ঘটনায় মামলা দায়ের সহ কয়েকজন আটকও হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD