বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
এইচ.এম হেলাল : বরিশাল শহরে বালুমহাল ইজারা দরপত্র জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
চাঁদপুরের মতলব থানার বাসিন্দা আব্দুল মতিন কাজী মামলাটি দায়ের করেছেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৮ জন অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামির মধ্যে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন নেতাকর্মী রয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বরিশাল জেলা হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন (৪২), বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর হোসেন সুজন (৩৫) এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার (৩৫)।
এদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছে—বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান, কাশিপুরের রুবেল, মহানগর যুবদল নেতা বেলায়েত হোসেন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ আরও কয়েকজন।
এই ঘটনায় সেনাবাহিনী অভিযানে সহায়তা করেছে এবং আটক তিনজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সেনাবাহিনী মাদক বিরোধী অভিযানে সহযোগিতা করেছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।
Leave a Reply