রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে মো. মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার পরিবার দাবি করেছে, পূর্ব পরিচিত প্রেমিকা কৌশলে তাকে বাসায় ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করেন, যার ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে গত বুধবার (৯ এপ্রিল)। ওই দিন মাসুদুর রহমান বেকারির মালামাল আনার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা নিয়ে বের হন। এ সময় প্রেমিকা শান্তা তাকে ফোন করে বাসায় ডাকেন। মাসুদের ছোট ভাই মাহফুজুর রহমান জানান, শান্তা ও তার ভাই লোকমান হোসেন টাকা নেওয়ার জন্য মাসুদুর রহমানের ওপর চাপ সৃষ্টি করেন। মাসুদ তা দিতে অস্বীকৃতি জানালে শান্তা হঠাৎ ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন।
আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ এসে মাসুদকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান।
মাহফুজুর রহমান আরও জানান, তার ভাই মাসুদুর রহমানের একটি বেকারির ব্যবসা ছিল এবং প্রথম স্ত্রীর মৃত্যুর পর শান্তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে শান্তা তাকে প্রতারণা করে আসছিল, তবে মাসুদ বিষয়টি বুঝে উঠতে পারেননি। ভাইয়ের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে। তবে তখন আহত মাসুদুর রহমান নিজেই বলেন, তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কোনো কিছুতে আঘাত পেয়েছেন এবং অভিযোগ করবেন না বলে জানান। ফলে পুলিশ আইনগত কোনো ব্যবস্থা না নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয়।
তবে ওসি মিজান আরও বলেন, তদন্তে জানা গেছে মাসুদুর রহমান ও শান্তার মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। সম্ভবত সম্পর্কের কারণেই তিনি প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বর্তমানে তার মৃত্যুর পরিপ্রেক্ষিতে বিষয়টি আবারও খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা এ ঘটনার ন্যায়বিচার দাবি করে বলছেন, প্রেমের সম্পর্কের আড়ালে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।
Leave a Reply