বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল ॥ বরিশাল নগরে ঈদুল ফিতরের প্রধান জামাত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এই ঈদের জামাতে পাঁচ হাজার মুসুল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মাহাবুব আলম জানিয়েছেন যে, প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।
এছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা। নগরের প্রধান জামাতের পর, দুটি করে জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় কেন্দ্রীয় কসাই জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে। এর আগে সকাল ৮ টায় এবং ৯ টায় এ মসজিদগুলোতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরের বিভিন্ন মসজিদে সকাল ৮ টা এবং ৮:৩০ টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, নবগ্রাম রোড ঈদগাহ জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, টিএন্ডটি মসজিদ ইত্যাদি।
চরমোনাই দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় এবং নেছারাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৯টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, যদি ঈদের দিন বৃষ্টি হয় এবং ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply