মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নতুন করে চিকিৎসক ও পুলিশসহ আরও ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৫৯ জনে
বুধবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী- গৌরনদী উপজেলায় তিনজন, এক চিকিৎসকসহ বানারীপাড়ায় চার, মেহেন্দীগঞ্জে দুই, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ তিন, সদর উপজেলায় দুই, বাবুগঞ্জ ও মুলাদীতে একজন করে দুজন।
শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী– গৌরনদী উপজেলায় তিন, আগৈলঝাড়ায় এক, মুলাদীতে এক, উজিরপুরে দুই, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্য, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক ইন্টার্ন চিকিৎসক ও এক মেডিকেল অফিসার, ছয় নার্স, এক চালক, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদী ও বাংলাবাজার এলাকায় তিনজন করে ছয়জন, রূপাতলীতে দুই, কাউনিয়া, সদর রোড, কলেজ অ্যাভিনিউ, কালু শাহ সড়ক, চান্দু মার্কেট, হসপিটাল রোড, বগুড়া রোড, কাশিপুর, ভাটিখানা মোড়, গোডাউন রোড ও নথুল্লাবাদ এলাকায় একজন করে ১১ জন এবং সদর উপজেলাধীন জাগুয়া এলাকার দুজন।
এদিকে বুধবার এ জেলায় করোনা আক্রান্ত আট ব্যক্তি সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত এ জেলায় ১২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে বুধবার এ জেলায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত এ জেলায় ৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
Leave a Reply