সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৯ মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে থানার এসআই গোবিন্দ চন্দ্র, এসআই মেহেদি, এএসআই মিজান সহ সংগীয় ফোর্স নিয়ে ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালান।
এ সময় বাবুল মোল্লার ভাড়াটিয়া বাসা থেকে গৌরনদী থানার জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে আমিনুল ইসলাম (২৪) ও স্ত্রী মোসাঃ কহিনুর বেগম (৪৫) এবং কাউনিয়া টেক্সটাইল (পুরানপাড়া) এলাকার জলিল মিয়ার ভাড়াটিয়া মোয়াজ্জেম মোল্লার মেয়ে আসমা আক্তার সানি (১৭)কে আটক করেন তারা। আটককৃত আমিনুল ইসলাম পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে ১শ’ ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই গোবিন্দ চন্দ্র বাদী হয়ে আটককৃত তিনজনকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ চন্দ্র, এসআই মেহেদি, এএসআই মিজান সহ সংগীয় ফোর্স নিয়ে ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া এলাকার খান বাড়ি এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মোঃ মোফাজ্জেল হোসেন খান এর ছেলে মোঃ লাল চাঁন খান (২৪) দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করেন।
এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক খান বাড়ির আক্কাস খানের ভাড়াটিয়া ইনসাফ আলী সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)কে আটক করা হয়। এ ঘটনায় এসআই গোবিন্দ চন্দ্র বাদী হয়ে আটককৃত দুইজনকে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ জসিম উদ্দীন, এএসআই ফিরোজ আলম, এএসআই আঃ হালিম, এএসআই সাইফুল ৩নং চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুড়া বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকা থেকে চরবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ হাকিম এর ছেলে মোঃ আজিজুল হাকিম (২৩) কে আটক করে এবং তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তবে লামচরি গ্রামের মোঃ লাল মিয়া বেপারীর ছেলে শাওন বেপারী (২৪) কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই জসিম উদ্দীন বাদী হয়ে আটককৃত আজিজুলসহ পলাতক শাওনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জসিম উদ্দীন, এএসআই ফিরোজ আলম ও এএসআই সাইফুল মুকুন্দপট্টি এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার থেকে ৪নং ওয়ার্ডের রোকেয়া আজিম সড়কের বাসিন্দা মোঃ বেল্লাল হাওলাদারের ছেলে মোঃ মহিম হাওলাদার (১৬), মহাবাজ গাড়ী বাড়ির বাসিন্দা মোঃ জাকির গাজীর ছেলে মোঃ তাহের গাজী (১৭), সাপানিয়া কুরবান হাওলাদার বাড়ির মোঃ শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ শাহিন হাওলাদার (২৪) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেও কৌশলে মামলার অপর আসামী শাওন বেপারী পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃতদের আসামী করে এসআই জসিম উদ্দীন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের কোনমতেই ছাড় দেয়া হবে না। তবে মাদক নির্মূলে সমাজের সচেতন ব্যক্তিদের পুলিশকে সহযোগিতার কথা বলেন তিনি। এছাড়া অপরাধ দমনে কাউনিয়া পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply