সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, “সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর থেকে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান ‘ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বরিশাল নগরীতেও অভিযান চালানো হচ্ছে। শনিবার দিবাগত রাতে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ডেভিল হান্ট অপারেশন এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে যৌথ বাহিনীর সঙ্গে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।”
তিনি আরও জানান, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানিক টিমের সংখ্যা বাড়ানো হয়েছে।
Leave a Reply