রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ টার মধ্যে দুজনের মৃত্যু হয়।
রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, বরিশাল নগরীর পলাশপুর এলাকার ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গত ৪ জুন করোনা ওয়ার্ডের আইসিইউতে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। তবে তার প্রথম নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
অপরদিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে ৩০ বছর বয়সি এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। রাত সাড়ে ১০টার তার মৃত্যু হয়।
তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য নুমনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
এ নিয়ে ওই হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট মারা গেলেন ৪৫ জন। তাদের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
Leave a Reply