বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের শুভক্ষণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম জানান, জেলার ৮ হাজারের বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। ঈদের খুতবায় মুসলিম ঐক্য, ধৈর্য এবং তাকওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।
বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, সকাল সাড়ে ৯টার মধ্যে নগরীর সব জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ঈদের জামাতে উপস্থিত মুসল্লিদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, যাতে জনসাধারণ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এছাড়া বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৫ বছর পর একত্রে নামাজ আদায় করতে পেরে বিএনপি ও জামায়াতের নেতারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নামাজ শেষে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিন বরিশালের ঈদ জামাত ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের আনন্দে মেতে ওঠেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
Leave a Reply