শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:মাত্র চার দিনের ব্যবধানে রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার বজ্রপাতে নয়, আগুন লেগেছে ২ নম্বর ইউনিটের ২ নম্বর টার্বাইনের তেলের লাইন ছিদ্র হয়ে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, অন্য সমস্যার কারণে কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে উৎপাদন বন্ধ ছিল। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিটের টার্বাইনে তেলের লাইন ছিদ্র হয়ে আগুন লেগে যায়।এরপর কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া ও মোহরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেন। তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভলেও ওই ইউনিট থেকে ধোঁয়া বের হচ্ছিল বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে।
চিফ ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, ‘তেলে আগুন লেগেছে। আগুনে উৎপাদনকারী ইউনিটে তেমন কোনো সমস্যা হয়নি। মঙ্গলবার ইউনিট চালু করা হবে।’ তাপবিদ্যুৎ কেন্দ্রের অপারেটর নজরুল ইসলাম বাচ্চু বলেন, ‘২ নম্বর টার্বাইনে তেলের লাইনে ছিদ্র হয়েছে। টার্বাইন চালু ছিল। সেখানে তাপমাত্রা ছিল ৫৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। ছিদ্র হয়ে যাওয়ায় উচ্চ তাপমাত্রার কারণে আগুন লেগে যায়। টার্বাইনের ওপরের অংশে আগুন লাগায় ইউনিটের (মেশিনের) তেমন ক্ষতি হবে না।’উল্লেখ্য, গত শুক্রবার রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি গ্যাস পাইপ লাইনে আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply