রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
মাসুদ রানা (মঠবাড়িয়া): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পেছনে প্রিয়া সাহার ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ অর্জনের চেষ্টা রয়েছে। এমনটাই অভিযোগ করেছেন তার নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারী গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, প্রিয়া সাহার বক্তব্য সঠিক নয়। জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করেছে তিনি।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারী গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দাদের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মাঝে মাঝে দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। দুই পক্ষের মধ্যে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। চলতি বছরের শুরুতে চরবানিয়ারীতে প্রিয়া সাহার ভাই জগদীশ চন্দ্র বিশ্বাসের একটি অব্যবহৃত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তার আগের দিন অপর পক্ষের কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ দুটি পক্ষের একটিতে রয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম ও অপর পক্ষে রয়েছেন প্রিয়া সাহার পরিবার। এলাকায় এ দুই পক্ষের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য।
স্থানীয়দের দাবি, প্রিয়া সাহার ভাইয়ের ঘরে আগুন দেওয়ার ঘটনাটি সাজানো। মূলত অপর পক্ষের কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রেক্ষিতে কাউন্টার মামলা দেবার জন্য জগদীশ সাহার ঘরে আগুনের ঘটনা সাজানো হয়।
স্থানীয়রা আরও জানায়, এ বিরোধ সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা জমি নিয়ে। এখানে ধর্মীয় বা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। প্রিয়া সাহা দেশের বাইরে গিয়ে যে মিথ্যাচার করেছে তা অন্যায়।
মূলত ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রবিরোধী এমন অসত্য বক্তব্য দিয়েছেন এমনটিই মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। মন্ত্রী বলেন, প্রিয়া বালার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উষ্কানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাস (৫৪) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরবানিয়ারী গ্রামের মৃত নগেন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে। প্রিয় বালার স্বামী মলয় কুমার সাহা দুদকের সদর দপ্তরে সহকারী উপপরিচালক পদে কমর্রত রয়েছেন। তার দুই মেয়ে প্রজ্ঞা পারমিতা সাহা ও ঐশ্বর্য সাহা যুক্তরাষ্ট্রে পড়াশুনা করেন। ‘শারি’ নামে বাংলাদেশের দলিত সম্প্রদায় নিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালক হলেন প্রিয়া সাহা ওরফে প্রিয় বালা বিশ্বাস।
তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত ‘দলিত কণ্ঠ’ নামক একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
Leave a Reply