বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :
নির্বাচনকে সামনে রেখে দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। নীতি নির্ধারকরা বলছেন, মনোনয়ন পেতে প্রতিযোগিতার দৌড়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা অযোগ্য বিবেচিত হবেন। শৃঙ্খলাভঙ্গের কঠোরতাও থাকছে বিদ্রোহীদের জন্য।
স্থানীয় নেতাকর্মীদের একাংশের এই বিক্ষোভ দিনাজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের বর্তমান এমপির বিরুদ্ধে। বিক্ষোভে নিজ দলের সংসদ সদস্যকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করতেও বাধেনি।
নির্বাচনের আগে পাল্টাপাল্টি অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়ে দলের হাইকমান্ড কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভানেত্রীও একই ধরণের কঠোর অবস্থানের কথাই জানান।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, নির্বাচিত একজন দলীয় সংসদ সদস্য; তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে। সেই অভিযোগ দেওয়ার জায়গা রয়েছে। জেলা পর্যায়ে ও কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে। এবং সরাসরি নেত্রীর কাছে দিতে পারেন। আমাদের এমপিরা জনপ্রতিনিধি বিচ্ছিন্ন হয়ে গেছে। তা না করে এমন কাজ করলেন, সেখানে প্রতিপক্ষকে সুযোগ করে দিলেন।
দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগে এমন বিভক্তি আছে কম করে হলেও ৪০ জেলায় ৭০ টি আসনে। এমন অবস্থায় আওয়ামী লীগের এ নীতিনির্ধারক বলছেন, শৃঙ্খলা রক্ষায় এবার সর্বোচ্চ কঠোর হবে দল।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব.) ফারুক আহমদে বলেন, মন্ত্রী, প্রেসিডিয়াম বোর্ডের সদস্য ছিলেন। তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং শৃঙ্খলার প্রশ্নে আওয়ামী কোনো সময়ে আপস করেনি। আগামীতেও আপস করবে না। যদিও কেউ দলীয় মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এটা অতীতে করেছি, এখনো করেছি এবং আগামীতে করবো।
দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করা জেলাগুলোর অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জানান আওয়ামী লীগ নেতারা।
Leave a Reply