শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
রাহাদ সুমন, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের “মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব” এর প্রাথমিক স্থায়ী মেডিকেল বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “দেশকে স্বগৌরবের জায়গায় ফেরাতে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। আর এই মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম।”
শফিকুল আলম আরো বলেন, “বর্তমানে আমাদের ছেলে-মেয়েদের মধ্যে বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এই পাঠাগার প্রত্যন্ত এলাকার জন্য সত্যিই একটি মহৎ উদ্যোগ। বইয়ের মাধ্যমে একটি সুস্থ, সুপরিকল্পিত প্রজন্ম গড়ে ওঠবে, যারা আগামীতে বাংলাদেশকে তার স্বগৌরবে ফিরিয়ে আনবে।”
তিনি বলেন, “এই পাঠাগারের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াতে হবে। পাঠাগারের নতুন নতুন বইয়ের সংখ্যা বাড়াতে হবে এবং পাঠকের সংখ্যা বাড়াতে হবে। তবেই তারা নিজের জ্ঞান বৃদ্ধি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।”
এছাড়া, অনুষ্ঠানে স্থায়ী মেডিকেল বুথের উদ্বোধন নিয়ে শফিকুল আলম বলেন, “এই বুথের মাধ্যমে স্থানীয়রা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন। বর্তমানে দেশে অনেক প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে, কিন্তু এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামবাসী উপকৃত হবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, গোলাম মোর্শেদ, ডা. সাগর মোল্লা, ডা. মোহাম্মদ আসিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় জনগণের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়।
উল্লেখ্য, শফিকুল আলম দুপুরে চাখারের চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর অফিস ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
Leave a Reply