মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ৭ ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মফিজুর রহমান বরিশাল সদর উপজেলার তালতলী চরবাড়িয়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর ২টায় মফিজুর রহমানকে তার স্বজনরা করোনায় ওয়ার্ডে ভর্তি করেন। রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পরপরই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। বুধবার রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
Leave a Reply