সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে পছন্দ করেন আসাদুল (২৮)। প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন কিশোরীকে। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেওয়া হয় কিশোরীর বাড়িতে। ছেলে মাদকাসক্ত দাবি করে এবং মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাজি হয়নি ছাত্রীর পরিবার। এর পরই শুরু হয় আসাদুলের কাণ্ড।
প্রথমে ওই কিশোরীর গোপনে তোলা ছবি এডিট করে টিকটক বানিয়ে তা সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আসাদুল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক।
এবার সরাসরি হামলা করেন মেয়ের বাড়িতে। ভাঙচুর চালান বসতঘরে।
এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে। হামলার পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বাড়িতে হামলার পর ওই কিশোরী প্রাণ রক্ষায় আত্মগোপনে আছে। এদিকে কিশোরীর পরিবারের অভিযোগ, পুলিশ সব কিছু জেনেও এ ঘটনায় মামলা না নিয়ে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে। তবে পুলিশ বলছে, অভিযোগকারী (কিশোরীর মা) মামলা করতে না চাওয়ায় সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আসাদুল (২৮) বৃ-নহাটা এলাকার মৃত শামসু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৫ জুলাই) ওই কিশোরীর বাড়িতে হামলা করেন আসাদুল। তার নামে একটি হত্যা মামলাও আছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এলাকাবাসীর দাবি, আসাদুল একজন মাদকাসক্ত।
কিশোরীর মা বলেন, ‘মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় আসাদুল প্রথমে মেয়ের ছবি দিয়ে টিকটক বানিয়ে ফেসবুকে ছাড়ে। এ ঘটনায় থানায় জিডি করেছি। পরে আসাদুল আমাদের বাড়িতে হামলা করে। আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে দা ছুড়ে মারে। আমার মেয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে বাড়িঘর পরিদর্শন করে। পরে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি।’
সাধারণ ডায়েরির ব্যাপারে তিনি বলেন, আমি পুলিশকে হামলার ঘটনা বারবার বলেছি। তারাও এসে হামলার বিষয়টি দেখে গেছে। তার পরও কেন মামলা নেয়নি, আমি জানি না।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় কিশোরীর মা মামলা করবেন না বলায় সাধারণ ডায়েরি করে রাখা হয়েছে। তার পরও ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply