মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে গিয়ে নানা বাধায় বিপাকে পড়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। শুক্রবার সিএনবি রোডের শাহানারা পার্ক সংলগ্ন চৌমাথা কাজীপাড়া এলাকায় অবস্থিত পাবলিক হেলথ অফিসের সামনে প্রায় ১৫টি দোকান উচ্ছেদের চেষ্টা চালালে দখলদারদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতিবাদের মুখে পড়তে হয় কর্পোরেশনকে।
উচ্ছেদ অভিযানে সড়কে বসে প্রতিবাদ জানান অবৈধ দোকান মালিকরা। তারা দাবি করেন, উচ্ছেদ করতে হলে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তী এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
তারা অভিযোগ করেন, নগরীর প্রধান সড়কগুলোতে একাধিক অবৈধ দখল থাকলেও সেখানে অভিযান না চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অলি-গলির ভেতরে আংশিক এলাকায় উচ্ছেদ চালানো হচ্ছে। এর মাধ্যমে রাজনৈতিক বা আর্থিক উদ্দেশ্য থাকতে পারে বলে তারা ইঙ্গিত দেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বিসিসির অভিযানে সমর্থন জানিয়ে বলেন, এই জায়গায় অবৈধ দখলের কারণে পাঁচ ফিট প্রশস্ত ও ২০০ ফিট দীর্ঘ একটি রাস্তার নির্মাণকাজ থমকে আছে। এতে তাদের এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারা চান সিটি করপোরেশন বিধিমালা অনুযায়ী কাজ করুক এবং অবৈধ দখল অপসারণ করে রাস্তাটি নির্মাণ সম্পন্ন করুক।
এ বিষয়ে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস বলেন, “এই দোকানগুলিকে একাধিকবার মৌখিকভাবে সরিয়ে নিতে বলা হয়েছে। যেহেতু স্থাপনাগুলো অবৈধ, তাই লিখিত নোটিশ দেওয়া হলে সেটিকে বৈধতা দেওয়ার আশঙ্কা থাকে।”
ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে উপস্থিত থাকলেও তারা জানান, উচ্ছেদ বিষয়ে তাদের কোনো নির্দেশনা নেই, বরং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা মোতায়েন আছেন।
পরে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনার পরিকল্পনা ছিল বলে জানান বিসিসি কর্মকর্তা স্বপন দাস। তবে আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা এলে পুনরায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।
Leave a Reply