শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
আজ বুধবার জাপার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই সমর্থন ঘোষণা করেন।
জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল মহানগর ও জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীকে নৌকা প্রতীকের পক্ষে একযোগে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, একটি আধুনিক বরিশাল সিটি করপোরেশন বিনির্মাণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবল্লাহ’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশও দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
এরশাদ- এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।
Leave a Reply