সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে সতর্ক এয়ারপোর্ট থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় Latest Update News of Bangladesh

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্বশুর বাড়ির জমি দখলের অভিযোগ বিশ্বে ক্ষমতাধর দেশ তালিকায় ঈর্ষণীয় স্থানে বাংলাদেশ সহিংসতা রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে: প্রেস সচিব কোরিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশের ইপিজেডে আগ্রহী জুলাই অভূত্থাণে শহীদ আল-আমিনের সন্তান রোজার প্রথম ঈদ কাটল শূন্য হাতে! মৎস্যজীবীদের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের প্রক্রিয়া শুরু: ফরিদা আখতার কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ গাজাবাসীর প্রতি একাত্মতা: রাজাপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল বরিশালে ডোবা থেকে লাশ উদ্ধার, দুই আসামী গ্রেফতার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশ উত্তাল, বিক্ষোভ




সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে সতর্ক এয়ারপোর্ট থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে সতর্ক এয়ারপোর্ট থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়




নিজস্ব প্রতিবেদক ॥   বাবুগঞ্জে সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত শিক্ষার্থীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অঙ্গীকারের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সাইবার অপরাধে না জড়ানোর জন্য শপথ করানো হয়েছে। রোববার এয়ারপোর্ট থানা পুলিশের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন, পিপিএম-সেবা।

রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু জাফর শিকদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি মাহবুব-উল-আলম। এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না,

রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জয়ন্তী রানী কুন্ডু, ম্যানেজিং কমিটির সদস্য কামরুল হাসান ও দলিল উদ্দিন মোল্লা। এসময় শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করে মেহেরুন নেসা, লামিয়া আক্তার, মারুফ বিন লতিফ, আবদুল্লাহ আল পিয়াল, পূজা গাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএমপির উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন বলেন, ‘দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে। তবে অনেকে অজ্ঞতার বশেই সেগুলো বিশ্বাস করছে এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে নিরীহ। মেয়েকে স্কুলে ভর্তির খবর নিতে যাওয়া ঢাকার রেনু বেগমের মতো এক মাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। যারা গুজব ছড়িয়ে এই খুন করছে তাদের নিস্তার নেই। অনেককে গ্রেফতার করা হয়েছে। গুজব সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

’ মতবিনিময় সভায় অন্যান্য অতিথিদের মধ্যে এসময় রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল লতিফ হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের সম্পাদক রোকনুজ্জামান মিয়া, রেজাউল ইসলাম খান, প্রভাষক রিপন কুমার ঘরামি, হারুন-অর-রশিদসহ শিক্ষকমন্ডলী, সাংবাদিক, সুধীজন ও প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে চাঁদপাশা আনোয়ার উদ্দিন আলিম মাদ্রাসায় সাইবার ক্রাইম ও গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাইবার ক্রাইমসহ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বিষয়ক এবং চলমান গুজব প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সাথে গণমুখী পুলিশিং এর প্রত্যয় ব্যক্ত করে পুলিশকে সর্বাত্মক সহায়তা প্রদান করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল।

এ সময় শিক্ষার্থীরা তার আহবানে সাড়া দেওয়া প্রতিজ্ঞা করেন। মতবিনিময় সভায় মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, এসআই এনামুলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD