সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
পরিচালক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান ৬০ বছরের বৃদ্ধ বিমল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা মৃত রাম চরনের ছেলে। মারা যাওয়ার কিছু পূর্বে তাকে ভর্তি করা হয়েছিল।
সন্ধ্যা ৭টা ১৫মিনিটে মারা যান ৭০ বছরের বৃদ্ধ জিতেন্দ্রনাথ বিশ্বাস। তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার গাজিপুরের মৃত হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার সকালে ভর্তি করা হয়।
সন্ধ্যা ৬টা ১৫মিনিটে মারা যান ৫৫ বছরের বয়সী নারী সালেহা বেগম। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪ টার দিকে ভর্তি করে তার স্বজনরা। সালেহা বেগম পটুয়াখালী সদরের টাউন কালিকাপুড়ের বাসিন্দা মোশারেফ হোসেনের স্ত্রী।
একই দিন সকাল ৯টায় মারা যান ৫০ বছরের আবুল কালাম আজাদ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইছলাদী এলাকার আব্দুল শফিজের ছেলে। ১ জুলাই তাকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১০৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।
Leave a Reply