সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে তাদের মৃত্যু হয়। তারা হলেন,বরিশাল সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫) এবং ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আবুল কায়সার (৭২)। রাত সাড়ে ১২টার সময়ে বিষয়টি নিশ্চিত করেছেন, শেরে-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতেলের প ডা. মো. বাকির হোসেন।
হাসপাতাল সূত্র জানায়, ঝালকাঠি জেলার আবুল কায়সার জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।
আবুল কায়সারের মৃত্যুর ১০ মিনিটের মধ্যে রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন বরিশাল সদর উপজেলার আব্দুর রাজ্জাক (৬৫)। তিনিও সোমবার রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।
শেরে-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, ওই দুই ব্যক্তি সর্দি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতেলের করোনা ইউনিটে ভর্তি করানো হয়েছিল। মৃত্যুর পরে ওই দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে তারা করোনা আক্রান্ত কিনা আক্রান্ত নয়।
Leave a Reply