রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল।
বরিশালে দিন দিন বাড়ছে অপরাধ প্রবনতা। শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত ঘটছে ইভটিজিং ও ধর্ষণের মত ঘটনা। বাড়ছে ছিনতাই ও চুরি। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ঘুমের বড়ি, মদ ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন পাওয়া যাচ্ছে সর্বত্রই। বরিশালে স্কুল, কলেজ ও মহিলা মাদ্রাসার আশপাশ এলাকায় বখাটে তরুন, কিশোর আর যুবকদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তা ও অজানা আতংকে।
তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বরিশালে যোগদানের পরও অভিভাবকদের দুঃশ্চিন্তা ও আতংক অনেকটা কমেছে।
তার নির্দেশনায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন বিএমপি’র চার থানা পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল বুধবার এয়ারপোর্ট থানাধীন বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ এবং এর কুফল/নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। উক্ত বিষয় সমূহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও দিক নির্দেশনামূলক উত্তর দেন তিনি। উক্ত সভায় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
Leave a Reply