সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
বিজয়ের ৪৮ বছরে পদার্পন উপলক্ষে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গতকাল সকাল ৯ টায় কাউনিয়া মনোরমা বসু মাসিমা স্মৃতিট্রাস্ট প্রাঙ্গনে পুরস্কার বিরতণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শালিণ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল খালেক বিশ্বাস কায়সারের সভাপতিত্ত্ব অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও শালিণ্য প্রধান সমন্বয়ক মিন্টু কর,বিশিষ্ট সমাজসেবক শহিদুল হক পিন্টু ও শালিণ্য সম্পাদক কিশোর কুমার বালা। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক জয়দেব সাহা।
অনুষ্ঠানে ২০১৮ শ্রেষ্ঠ শালিণ্য কর্মী অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবছর এই অ্যাওয়ার্ড পেয়েছেন শালিণ্য বাকেরগঞ্জ শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ নাহিদ মীর।আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন, নির্ধারিত বক্তৃতা,কবিতা আবৃত্তি, নৃত্য ও একক অভিনয় বিষয়ে শ্রেষ্ঠত্ত্ব অর্জনকারী শিশুদের পুরস্কার প্রদান করেন অতিথীবৃন্দ।
Leave a Reply