সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
এইচ.এম. হেলাল॥ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও খাল পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বিভাগীয় প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোঃ শামীম চৌধুরী, সরকারি পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, আজ থেকে বরিশাল সহ সারাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। আজকে যে খাল পরিষ্কার করা হবে তার ধারাবাহিকতা রক্ষা এবং পরবর্তীতে খাল পরিষ্কার রাখার জন্য জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী লাকুটিয়া খাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন।
এ সময় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, আবিষ্কার, ধ্রুবতারা, বরিশাল ইউথ ফোরাম, ওয়ার্ল্ড ভিশন, আহার, সূর্যোদয়, ছাত্র জনতা এবং বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা খাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন।
এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার দাবি করেন তাদের ৩৫০ জন লোক পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছে। তবে উপ-পরিচালক শামীম চৌধুরী বলেন তাদের দপ্তর থেকে ১০০ লোক অংশগ্রহণ করেছে। কিন্তু তাদের দপ্তর থেকে প্রকৃতপক্ষে কোন লোক পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ না করায় বিভাগীয় কমিশনার ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply