রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণে হেলেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে শনিবার (০২ মার্চ) সকালে মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় ওই কিশোরীর দিনমজুর বাবা আ. কুদ্দুছ মুন্সী বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। শনিবার দুপুরে পুলিশ গ্রাম্যচিকিৎসক আলমগীর হোসেনকে (৪০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চিকিৎসক বরগুনার বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের হাসেন আলী হাওলাদারের ছেলে।
জানা গেছে, গত ২৮ নভেম্বর উপজেলার টিয়ারখালী গ্রামের মজনু হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার প্রতিবেশী কিশোরী হেলেনা আক্তারকে নিজ বাড়িতে ডেকে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে মেয়েটি ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে মেয়েটির ঋতুস্রাব বন্ধ হয়ে যায়।
পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক ও তার মা জাহানারা বেগম মেয়েটিকে নিয়ে পার্শ্ববর্তী বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা মদিনা বাজারে আলিফ মেডিকেল হলের মো. আলমগীর হাওলাদার নামের এক গ্রাম্যচিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। এতে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে মেয়েটির অবস্থা গুরুতর হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান ইরান ও নুরুন্নবী মুসুল্লির পরামর্শে গত ৪ জানুয়ারি মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১ মার্চ) ভোর রাতে মেয়েটির মৃত্যু হয়।
এ বিষয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার জানান, বাদী পক্ষ ঘটনাটি আড়াল করার চেষ্টা করেছিল। পরে তদন্ত করে ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহায়তা দিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply