সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন, একজন দৌলতখান, একজন বোরহানউদ্দিন ও একজন মনপুরা উপজেলার বাসিন্দা।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৯৮ জনে দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। আজ শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৮৮ জনের মধ্যে সুস্থ ২২০ জন।
দৌলতখানে আক্রান্ত ৪২ জনের মধ্যে সুস্থ ৩৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৭৫ জনের মধ্যে সুস্থ ৬৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৭ জন, লালমোহনে আক্রান্ত ৬২ জনের মধ্যে সুস্থ ৫২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৪৮ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩১ জন আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
ভোলা থেকে এ পর্যন্ত ৪ হাজার ৯১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৯০৮ জনের রিপোর্ট পাওয়া গেলেও ২ জনের রিপোর্ট অপেক্ষমান আছে।
Leave a Reply