মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বাড়ীর সিঁধকেটে ঘুমন্ত ব্যবসায়ীর গলাকেটে হত্যার চেষ্টা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ছুরি দিয়ে আঘাত করায় ব্যবসায়ী চিৎকার দিলে ঘরের লোকজনের সাঁড়া-শব্দে উলঙ্গ অবস্থায় পালিয়ে যায় ওই অজ্ঞাতরা। গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়ীকে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৯ নং ওয়ার্ডে কাপড় ব্যবসায়ী বিশ্বরুপ চন্দ্র দাস (৪০)’র বাড়ীতে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেটের নিলয় বস্ত্রালয়ের মালিক।
আহত ব্যবসায়ী বিশ্বরুপ ও স্ত্রী গন্ধেশ্বরী জানান, শনিবার রাত সাড়ে ১১ টায় বাসার পিছনের বারিন্দায় দুইজনই ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে হঠাৎ কে বা কার গলা চেপে ধরে ছুরি দিয়ে আঘাত করে। তীব্র ব্যথায় চিৎকার দিলে শব্দে পাশে থাকা স্ত্রী ও ভিতরের কামরায় ঘুমিয়ে থাকা দুই সন্তান জেঁগে উঠে। এই সময় তিনি আবছা আলোয় দেখতে পান এক ব্যক্তি উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি ঘরের সিঁধ কাটা। ঘরে কাপড়ের দোকানের মালামাল ছিল কিন্তু কোন মাল দুর্বৃত্তরা নেয়নি। তবে একটি বিকাশের সিম থাকা মোবাইল পাওয়া যাচ্ছেনা। তিনি আরও জানান, কারো সাথে ব্যবসায়িক ও পারিবারিক শত্রুতা নেই।
এদিকে এই ঘটনায় ব্যবসায়ীসহ সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এই ঘটনায় দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগের যুগ্ম-সম্পাদক অলি উল্লা কাজল জানান, ঘটনা শুনার সাথে সাথে পুলিশকে অবহিত করি। ওই ব্যবসায়ীর সাথে কারো দ্বন্দ্ব নেই। তবে মনপুরার শান্তি শৃংঙ্খলা নষ্ট করতে কোন অপশক্তি পাঁয়তারা করছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি ছুরি ও টর্চ লাইট উদ্ধার করা হয়। এছাড়াও একটি বিকাশের সিমসহ মোবাইল নিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশি তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply