রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের এক গাড়ি চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। তাকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
কনস্টেবল পদবীর এ পুলিশ সদস্য বিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, জ্বর গলাব্যাথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত শনিবার পুলিশ হাসপাতালে ভর্তি হন ওই গাড়ি চালক। সোমবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়।
এ ঘটনায় তার সংস্পর্শে আসা পুলিশ কর্মকর্তা, কর্মচারীসহ ৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে কয়েকজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদেরও কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply