মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, গত জাতীয় নির্বাচন গণতান্ত্রিকভাবে হয়নি। ডামি নির্বাচনে “আমরা আর মামুরা বিজয়ী হয়েছে”। পার্লামেন্টে একতরফা নির্বাচন হয়েছে। যে নির্বাচনে ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। এই নির্বাচনে বিএনপির কোন পরাজয় নেই।
আজ শনিবার বরিশালের মুলাদীতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ্যাড. জয়নুল বলেন, দেশে কোন গণতন্ত্র নেই। গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়নি এজন্যই আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করিনি। বিএনপি কোন নির্বাচনে ভয় পায়না। আওয়ামীলীগই বিএনপিকে ভয় পেয়ে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে না।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তবে এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না বলেই বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করছে না।
মুলাদী উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান রাঢ়ীর পিতার কবর জিয়ারত ও মুলাদী উপজেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল সিকদারের পিতার কুলখালী অনুষ্ঠানে যোগ দেন এ্যাড. জয়নুল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান, সদস্য সচিব এবায়দুল হক, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আবিদুর রহমান হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা মশিউর রহমান মাসুদ, মোশারফ হোসেন ঢালী, আলমগীর হোসেন, শায়লা শারমিন শিমু, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মিজানুর রহমান, মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ নেতাকর্মীরা।
Leave a Reply