সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলায় নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৮১। জেলা প্রশাসন পরিচালিত মিডিয়া সেলে এই তথ্য জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস।
তিনি জানিয়েছেন, শনিবার ১৭ জনকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৫২ জন।
ওইদিন জেলায় তিনজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে জেলায় মোট ২৮ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো।
শনিবার (০৪ জুলাই) ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইটি পিসিয়ার ল্যাব থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে উল্লেখিত তথ্য গণমাধ্যমে সরবারহ করেছে জেলা প্রশাসন।
নতুন করে শনাক্তদের মধ্যে উজিরপুর উপজেলার ৪ জন, বরিশাল সদর উপজেলার একজন, গৌরনদী উপজেলার একজনসহ মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
পাশাপাশি আগৈলঝাড়া উপজেলার দুইজন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রূপাতলী এলাকার দুইজন, সদর রোড, ফরেস্টার বাড়ি, জর্ডন রোড, ব্রাউন কম্পাউন্ড, ভাটিখানা, চৌমাথা, আলেকান্দা, খালপাড় সড়ক, বগুড়া রোড, কালীবাড়ি রোড প্রত্যেক এলাকার একজন করে ১০ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুইজন চিকিৎসক ও একজন নার্স, সদর জেনারেল হাসপাতালের একজন স্টাফসহ মোট ১৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, বরিশাল জেলায় সর্বপ্রথম ১২ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয়।সেই দিন থেকে ৪ জুলাই পর্যন্ত বাবুগঞ্জ উপজেলায় ৭৭ জন, সিটি কর্পোরেশন এবং সদর উপজেলায় ১২৮৯ জন, উজিরপুর উপজেলায় ৭২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৩০ জন, হিজলা উপজেলায় ১৯ জন, বানারীপাড়া উপজেলায় ৩৮ জন, মুলাদী উপজেলায় ৩৮ জন, গৌরনদী উপজেলায় ৫০ জন, আগৈলঝাড়া উপজেলায় ২০ জন করে মোট ১৬৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনা আক্রান্ত হয়েছেন। ওদিকে হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান করোনা আক্রান্ত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, দুইজন ইউনিয়ন পরিষদ সচিব, জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের একজন গাড়িচালক ও একজন কর্মচারীসহ অদ্যাবধি জেলা প্রশাসনের ৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ২১৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
Leave a Reply