রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল সদর থেকে নিখোঁজের পর হত্যাকাণ্ডের শিকার প্রাণ কম্পানির স্টোর ইনর্চাজ রাশেদুল হক রাশেদ (৩৩) হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগরের সায়দাবাদ বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
গতকাল বুধবার বিকালের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত রাশেদ হত্যায় জড়িতদের খোঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এর আগে গত ২৫ জানুয়ারি বরিশাল সদরের কারিজিরা বাজার থেকে নিখোঁজ হন রাশেদ। তারপর থেকে তার ব্যবহৃত ফোনটি বন্ধ ছিল। পরে বরিশাল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী তার সন্ধানে অভিযানে নামে।
অবশেষে নিখোঁজের পাঁচদিন পর গতকাল রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার একটি নদী থেকে রাশেদের মৃতদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply